
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই স্বামী সম্রাট মুখোপাধ্যায়ের সঙ্গে বাড়িতে নিজের জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী ময়না মুখোপাধ্যায়। স্ত্রীর সঙ্গে সময় কাটাতে স্বামী সম্রাট মুখোপাধ্যায় এদিন শুটিং থেকে ছুটি নিয়েছিলেন। দুই ছেলের স্কুলে ছুটি নেই, তাই তাদেরকে স্কুলে দিয়ে আসা থেকেই শুরু হয় বিশেষ দিনের উদযাপন। জন্মদিনে লাল পোশাকে সাজতে দেখা গেল ময়নাকে। কিন্তু স্বামী সম্রাটের থেকে কী উপহার পেলেন ময়না?
অভিনেত্রী বলেন, "আমার কাছে ওর পাশে থাকাটাই সবচেয়ে বড় উপহার। ও এতটাই ব্যস্ত এখন যে আমাদের দেখা হওয়ার সময়টাও অনেকটাই কমে গিয়েছে। তবু আজ অনেকদিন বাদে একসঙ্গে সময় কাটালাম, এটাই আমার কাছে সবকিছু।" স্ত্রী ময়নার জন্মদিনে সম্রাটের আক্ষেপ, "আমার কিছুই উপহার দেওয়া হয়নি ওকে, সত্যি কথা বলতে আমি কেনার সময়টাই পাইনি। তবে এর মধ্যে একদিন সময় বের করে ওর জন্য উপহার কিনতেই হবে। তবে ময়নার ক্ষেত্রে একটা কথা বলতে পারি, ওর জীবনে কোনও চাহিদা নেই। যখন আমার কিছু ছিল না, সেই ভাবে ছবি হিট হত না, আর্থিকভাবেও নিজেকে তেমন ভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি তখন থেকেই ময়না আমার পাশে রয়েছে।"
সম্রাট আরও বলেন, "কোনও দিনই সোনা-গয়না বা দামি জিনিসের ওপর লোভ নেই ময়নার। এখনও যদি গয়না কিনতে যাই, তবে হয়তো ওর বদলে আমিই কিনে ফেলি। এই ভাবেই যেন সারা জীবন আমার পাশে থেকে যায়; এটুকুই চাই। ও সব সময় আনন্দে থাকুক, ওর শরীর ও মন ভাল থাকুক, ব্যাস এটুকুই চাই।" সম্রাটের কথা শেষ হতে না হতেই ময়নার জবাব, "আমার মন ভাল রাখার দায়িত্ব তোমার, আর আমি ভাল থাকলে তবেই তোমরা ভাল থাকতে পারবে।"
প্রসঙ্গত, কিছুদিন আগে সম্রাট ও ময়নার বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই খবরকে খুব একটা পাত্তা দেননি দু'জনের কেউই। দুই সন্তানকে নিয়ে একে অপরের পাশে থাকার কথাই সব সময় ভাবেন সম্রাট এবং ময়না। অন্তত তেমনটাই জানালেন জন্মদিনের পার্টিতে।
জুড়ছে সুদীপ-সঞ্চারীর ভাঙা বিয়ে! জল্পনা উসকে নতুন পোস্টে কী জানালেন তারকা-পত্নী?
'মিত্তির বাড়ি' থেকে সোজা জেলে আটক অভিনেতা সোহেল দত্ত! কোন গুরুতর অভিযোগ উঠলো তাঁর বিরুদ্ধে?
ইনস্টাগ্রামে আনফলো, ছেলেকে নিয়ে পাহাড়ে নুসরত, সমুদ্রতটে যশ! সম্পর্কে কি উঁকি দিচ্ছে ভাঙনের ইঙ্গিত?
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!
বড়পর্দায় যাত্রা শুরু 'রাঙ্গামতি' মনিষার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন ছবিতে দেখা যাবে তাঁকে?
টলিপাড়ার শিল্পীদের কাজে বাধা দেওয়া যাবে না! ফেডারেশন-পরিচালক মামলায় হাইকোর্টের রায়
কান-এর লাল গালিচায় ছেঁড়া পোশাকে উর্বশী রাউতেলা! নায়িকার কাণ্ড দেখে ছিঃছিঃ নেটপাড়ায়
'অপারেশন সিঁদুর' নিয়ে ছবি তৈরির বিষয়ে ভিকির সঙ্গে তুমুল ঝামেলা অক্ষয়ের? খুল্লম খুল্লা টুইঙ্কল খান্না!
অনন্যা পাণ্ডের ‘ব্লাউজ’ পরে মঞ্চে উঠলেন টাইগার শ্রফ? অভিনেতাকে নিয়ে শুরু হাসির তুফান!